শেরপুরে সিএনজি চাপায় হাসিবুল হাসান নামের আটবছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসিবুল ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বেলতলী গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র।
পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে হাসিবুল মায়ের সাথে উপজেলার কালিবাড়ী বাজারে রাস্তা পার হচ্ছিল । এমন সময় শেরপুর থেকে আসা নালিতাবাড়ী গামী একটি সিএনজি হাসিবুলকে চাপা দেয় । পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে কৃর্তপক্ষ তার অবস্থার অবনতি থেকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করেন । তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পূর্বেই হাসিবুল মারা যায়।
এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ।