শেরপুরের ঝিনাইগাতীতে করোনামহামারির কারণে অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ মহামারির ছোবলে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের সাড়ে তিন হাজার মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরের ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন ইউএনও ফারুক আল মাসুদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ উপজেলার সাতটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ হতে মানবিক সহায়তা হিসেবে ১৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে জনপ্রতি নগদ ৫০০ টাকা করে বিতরণের কার্যক্রম চলছে।
মানবিক সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।