ঝিনাইগাতী প্রতিবেদক : শেরপুরের ঝিনাইগাতীতে প্রি-ফেব্রিকেটেড ষ্টীল সার গোডাউন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
১৭ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার তিনানী বাজারে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন, সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, মহিলা সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুক আহমেদ, যুবলীগ নেতা মো. জাহিদুল ইসলাম মিলনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র বাস্তবায়নে ১ হাজার মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন প্রি-ফেব্রিকেটেড ষ্টীল সার গোডাউন নির্মাণ কাজে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা।