সামান্য বৃষ্টি হলেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ‘ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়’ মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া জলবদ্ধতার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বি ত হচ্ছে। বিঘ্নিত হচ্ছে সৃজনশীল কাজ ও প্রতিদিনের সমাবেশ (অ্যাসেম্বলি)।
এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৮ সালে সরকারীকরণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৮১১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক-কর্মচারী রয়েছেন ২৫ জন। বিদ্যালয়ের পাশে বাজারের প্রধান সড়কের চেয়ে প্রায় দেড় ফুট নিচু বিদ্যালয় মাঠ। এছাড়া বিদ্যালয়ে তিনপাশে নতুন করে বাড়ি-ঘর নির্মাণ করায় পানি নিষ্কাশন ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। এতে শুষ্ক মৌসুমে বিদ্যালয়ের মাঠ শুকনা থাকলেও বর্ষা মৌসুমে শুরু হয় দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই মাঠে সৃষ্টি হয় জলবদ্ধতা। এতে শিক্ষার্থীরা কাঁধে বইয়ের ব্যাগ, একহাতে জুতা নিয়ে অন্য হাতে পড়নের কাপড় তুলে বিদ্যালয়ে যাতায়াত করে। আবার অনেক সময় কাপড় ভিজিয়েও যায়। একই সমস্যায় পড়েন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরাও।
সোমবার বেলা আড়াইটায় সরজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের পাশে ঝিনাইগাতী সদর বাজারের প্রধান সড়ক থেকে বিদ্যালয়টি প্রায় দেড় ফুট নিচুতে অবস্থিত। সেখানে সঠিকভাবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বিদ্যালয় মাঠে জমে থাকা পানিতে চার-পাঁচজন শিশু খেলা করছে। বিদ্যালয়ের ল্যাব ও বিজ্ঞানাগারের বারান্দায় দাঁড়িয়ে জাল ফেলে মাছ ধরছেন একজন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের কক্ষেও ঝুলছে তালা। নবম শ্রেণির শিক্ষার্থী শিহাব ও রাকিবুল বলে, বৃষ্টির দিন সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি জমে। এতে স্কুলের পোশাকের সঙ্গে জুতা পরার কথা থাকলেও তা পরা যায় না। স্যান্ডেল পরে এলেও তা হাতে নিয়ে ক্লাসে ঢুকতে হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারিরীক শিক্ষা) হারুন অর রশিদ বলেন, বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর ওই জলাবদ্ধতা কোন কোন সময় তিন দিন ধরেও থাকে । আর ওই দিনগুলোতে প্রতিদিনের সমাবেশ (অ্যাসেম্বলি) করানো যায় না। একই সঙ্গে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারেন না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ খান বলেন বলেন, অনেক বছর ধরে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। সৃজীনশীল কাজে বাধাগ্রস্ত হয়। পানিনিষ্কাশন ব্যবস্থা ও মাঠে মাটি ভরাট করলে সমস্যাটা সমাধান হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুবেল মাহমুদ বলেন, বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার বিষয়টি আগামী সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।