শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মিষ্টার আলী (৪৪) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিষ্টার আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। ১৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় তাকে ঝিনাইগাতী বাজারস্থ ব্রীজপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে শেরপুর কোর্টে সি,আর ১০১/২০০৮ এর একটি মামলা ছিল। এই মামলায় তাকে মহামান্য আদালত সাজার আদেশ দেন। তবে কতদিনের সাজা তা বিস্তারিত জানা না গেলেও সে দীঘদিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান, এএসআই তওফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ নিয়ে আকস্মিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, গত ৮ ফেব্রুয়ারী/২০১৭ থেকে ঝিনাইগাতী উপজেলাব্যাপী বিভিন্ন অপরাধ নির্মূল ও গ্রেফতারের জন্য পুলিশের সাড়াশী অভিযান অব্যাহত আছে।