আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটুর ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা সদর বাজারে তার নিজ বাসায় এ সামগ্রী বিতরণ করেন। সামগ্রীর মধ্যে ছিল সেমাই দুই প্যাকেট, দুধ দুই প্যাকেট, চিনি আধা কেজি ও একটি লাক্স সাবান।
সাংবাদিক গোলাম রব্বানী টিটু জানান, এ দুঃসময়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তার নিজস্ব অর্থায়নে সামান্য এ উপহার সামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন।