শেরপুরের ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক যায় যায় দিনের উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী টিটুর বড় ভাই অল-আমিন আর নেই। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে রোগে ভোগ ছিলেন।
মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অগণিত শুভাকাক্ষী রেখে গেছেন তিনি। সাংবাদিক টিটুর ভাই আল-আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউএনও রুবেল মামুদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, ওসি আবু বকর সিদ্দিক প্রমুখ। স্থানীয় রফিকুলের ধানের খলায় বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।