শেরপুরের ঝিনাইগাতী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ১০ জুলাই রবিবার রাত ৮টায় থানার সভাকক্ষে ঝিনাইগাতী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসি ওই মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আব্দুল কাদের, এসআই খোকন সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।
মতবিনিময়কালে ওসি বলেন, তিনি শক্ত হাতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে দুর করতে চান।
তিনি আরো বলেন, মাদকের সঙ্গে পুলিশ কোনো আপোস করবেন না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো লটারেন্স দেখাবে। তাই যেখানেই মাদক, সেখানেই অভিযান অব্যাহত থাকবে। তিনি থানায় যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করেছেন।
মতবিনিময় সভায় ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি এম খলিলুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু (দৈনিক যায়যায়দিন, মুভি বাংলা টিভি), দপ্তর সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক (দৈনিক ভোরের পাতা ও বাংলার কাগজ), সাংবাদিক গোলাম মোস্তফা (দৈনিক তৃতীয়মাত্রা), হারুন অর রশিদ দুদু (দৈনিক সংবাদ), আনিস (বাংলাদেশ বিডি লাইভ), আরিফ (দৈনিক দেশের কণ্ঠ), জাহিদুল হক মনির (দৈনিক আমাদের সময়) উপস্থিত ছিলেন।