শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ঝিনাইগাতী থানা ভবনের হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শাহাজ উদ্দিন সাজু, যুবলীগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক শাহ আলম, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি এম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী টিটু, সাংবাদিক মো. হারুন উর রশিদ, মো. দুদু মল্লিক, মো. আবু হেলাল, সেলিম শাহী, মো. মেহেদী হাসান মামুন, মো. ইউসুফ সরকার, সারোয়ার সোলাইমান লিটন, মোরাদ শাহজাবাল, সাইফুল, জাহিদুল হক মনিরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।