শেরপুরের ঝিনাইগাতীতে সেরা তিন মৎস্য চাষীকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন উপজেলার ঘাগড়া গ্রামের মৎস্য চাষি মো. সিজাতুল মনির মামুন, কালিবাড়ি গ্রামের মো. আশরাফ আলী, শালচূড়া গ্রামের মো. আবু সাঈদ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড মোঃ সাদিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিউল আলম মৎস্য চাষী মো. সিজাতুল মনির মামুন, মো. আশরাফ আলী প্রমূখ।