‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এ প্রতিপাদ্যে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব এ কে এম ফজলুল হক।
এতে থানার ওসি আবুবকর ছিদ্দিক, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শতাধিক সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।