প্রচন্ড শীত পড়েছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। রোববার বেলা ১১টা পর্যন্তও সূর্যের দেখা মেলেনি। গত বৃহস্পতিবার থেকে টানা ৪ দিনে সূর্যের লুকোচুরি ও মৃদ শৈত্য প্রবাহে শীতের তীব্রতার সঙ্গে দুর্ভোগ বেড়েছে মানুষের। সেই সঙ্গে বেড়েছে শীত জনিত রোগ। ফলে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রিক্সা চালক মো. আজিজ মিয়া বলেন, গত ক’দিন ধরে ঠান্ডা ব্যাপক বেড়েছে। ঠান্ডার কারনে রিক্সা নিয়ে বের হতে পারছি না। বের হলেও যাত্রী পাওয়া যাচ্ছে না।
বালিয়াগাঁও গ্রামের কৃষক মো. সাদ্দাম মন্ডল বলেন, ঠান্ডা বেড়ে যাওয়ায় বোরো রোপনে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে ব্যাহত হচ্ছে বোরো আবাদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ:দায়িত্ব) মো. রাকিবুল হাছান জানান, এ বছর শীতে সরকারিভাবে ২ হাজার ৪শ’ ৫০টি কম্বল বরাদ্দ এসেছে। যা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু হাছান শাহীন জানান, গত কয়েক দিনের শীতের তীব্রতায় শীত জনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে।