শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ডাকাবর গ্রামের গোলাম রব্বানীর ছেলে আল মামুন (৭) গত ২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে নিখোঁজ হয়। ওই দিনই সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়।
পরদিন ৩০ আগস্ট বুধবার সকাল সাড়ে ৮টায় ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজের দক্ষিণ পূর্ব কোণে মহারশী নদীরপাড়ের একাশি বাগানে এলাকাবাসী ওই শিশুর লাশটি দেখলে ঝিনাইগাতী থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। শেরপুরের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস শিশুটির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।