মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনারটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে একেবারে ঝকঝকে তকতকে করে তুলেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি জাহিদুল হক মনির। এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন ঝিনাইগাতীর সাবেক সমন্বয়ক আতিকুর রহমান খান, নলকুড়ার সেচ্ছাসেবী জোসনা।
এ কার্যক্রমে বিডি ক্লিন ঝিনাইগাতীর সমন্বয়ক মো. সোহেল রানার নেতৃত্বে সহ সমন্বয়ক মেহেদী হাসান রাব্বী, উপ সমন্বয়ক মিডিয়া ও আইটি জয়নাল আবেদীন জিহান, লজিস্টিক মিডিয়া মডারেটর এরশাদ মিয়া, জাকিয়া পারভিন জেরীন অংশ নেয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারটি রঙের কাজ শুরু করা হয়।
এ প্রসঙ্গে বিডি ক্লিন ঝিনাইগাতীর সমন্বয়ক মো. সোহেল রানা বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এই শ্লোগানকে নিয়ে এগিয়ে চলছে বিডি ক্লিন। মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই শহীদ মিনার ও এর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ঝিনাইগাতীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।