শেরপুরের ঝিনাইগাতীতে লটারীর মাধ্যমে লেবার কন্ট্রাক সোসাইটি (এলসিএস) প্রকল্পের ৬ জন নারী শ্রমিক নিয়োগ দিয়েছে এলজিইডি। রবিবার (১৮ জুলাই) দুপুরে পানবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক এ লটারী পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লেবার কন্ট্রাক সোসাইটি (এলসিএস) প্রকল্পের জন্য উপজেলার কাংশা ইউনিয়নে ৪ জন ও ধানশাইল ইউনিয়নে ২ জন নারী শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী রবিরার পানবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাংশা ইউনিয়নের ১৮ জন ও ধানশাইল ইউনিয়নের ৭ জন নারী শ্রমিক উপস্থিত হন। সেখান থেকে লটারীর মাধমে ৬ জন নারী শ্রমিককে নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সুরুজ্জামান, কার্যসহকারী মো. হাকিম, প্রবির কুমার চন্দ, মোরাদ হোসেন, ইউপি সদস্য লুৎফর রহমান প্রমুখ।