শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনকালি গ্রামে মুসা মিয়ার বাড়ির পশ্চিম থেকে জালাল উদ্দিনের বাড়ির দক্ষিণ পর্যন্ত ৪০১ ফুট রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা ব্যয়ে এ কাজের উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন। এ সময় ইউপি সদস্য রকিব বাদশা, শাহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।