শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন (৬৫) সোমবার দিবাগত রাত ২টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেল ৩ টায় স্থানীয় শালচুড়া উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন।