শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ মার্চ শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঝিনাইগাতী উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে এক আনন্দ র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবু তাহের, ফারুক আহাম্মেদ ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রূপালী প্রমুখ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।