শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মজিবর রহমান (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার গান্ধিগাঁও গ্রামের টাঙ্গাইলপাড়া এলাকার জঙ্গলের একটি আকাশমনি গাছের বাগান থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গান্ধিগাঁও গ্রামের টাঙ্গাইলপাড়া নামক স্থানে একটি আকাশমনি গাছের বাগানে মজিবর রহমানের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। ভোরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ভাত খাবার সময় মজিবরের মোবাইলে একটি কল আসার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সকালে আকাশমনি গাছের বাগানে তার লাশ পাওয়া যায়। মৃতদেহে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।