শেরপুরের ঝিনাইগাতীতে আশরাফুল ইসলাম নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আশরাফুল ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের নফসের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার সন্ধ্যায় মানসিক প্রতিবন্ধী আশরাফুল ইসলাম উপজেলার সদর বাজার থেকে নিজের কাফনের কাপড় কিনে শপিং ব্যাগে তার মাকে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তার মা ব্যাগে কাফনের কাপড় দেখে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি।
পরে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের স্কুলের ছাদের উপর গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় আশ্রাফুলকে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্য মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনের পরিপেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।