শেরপুরের ঝিনাইগাতীতে আইএসপিপি যত্ন প্রকল্পের বিকল্প উৎস থেকে পরিবার বা খানা ভিত্তিক তথ্য সংগ্রহ শীর্ষক সমন্বয় পরিকল্পনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদের সভা কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন আইএসপিপি যত্ন প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মো. কাবেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
এতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, এনজিও কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন অংশ গ্রহণ করেন।