শেরপুরের ঝিনাইগাতীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের জরিপ কর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) ১৫-৪৫ বছরের নিরক্ষর ব্যক্তিদের জন্য জরিপ কর্মীদের ওরিয়েন্টশন উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সেবা পরিষদ (এসপি) এর বাস্তবায়নে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সৈয়দ মোক্তার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেবা পরিষদের নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রূপালী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।