শেরপুরের ঝিনাইগাতীতে ১৪৬জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ৪লাখ টাকার উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে ওই চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা বলেন, উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের লেখা পড়ার সুযোগ করে দেওয়ার জন্যে সহযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।