শেরপুরের ঝিনাইগাতীতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর ছুরিকাঘাতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আহত হয়েছেন। আজ দুুপুরে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে মনিরুউজ্জামান ওরফে হান্নান মিয়ার বিরুদ্ধে ২০০৬ সালের ৮মে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩) দায়ের রয়েছে। পরে একই মামলায় ২০১৬ সালে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন তাকে মুত্যন্ডাদেশ প্রদান করলে আসামী এর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে গ্রেফার করতে গেলে তার কাছে ছুরি দিয়ে ওসিকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ওসি আহত হন। অভিযানে আসামী গ্রেপ্তার করা হয়েছে।