শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শাখা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর সিদ্দিকের ছেলে মো. সাইফুল ইসলামকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের ছেলে মো. রেজাউল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল শেরপুর জেলা শাখার আহবায়ক মো. সাইফুল ইসলাম ও সদস্য সচিব সুফিয়া বেগম তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে মো. বাদশা মিয়া, মো. মাকসুদুর রহমান মাসুদ, মো. আনারুল ইসলাম লিচু ও মো. সেকান্দর আলীকে যুগ্ন আহবায়ক করা হয়েছে।