শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইউএনও রুবেল মাহমুদ।
এতে উপস্থিত ছিলেন, থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফকির আ:মান্নান মাষ্টার, ইউপি চেয়ারম্যান নূরল আমিন দোলা, আইয়ুব আলী ফর্সা, হাবিবুর রহমান মন্টু, ঝিনাইগাতী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু, প্রমুখ ।
সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবং আইজিপি ব্যাজ পাওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।