মানসিক ভারসাম্যহীন যুবক মো. হাবিবুল্লাহ (২১) নিখোঁজ হয়েছে। সে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া গ্রামের মো. আমির উদ্দিনের ছেলে। এ বিষয়ে গত রবিবার (২০ জানুয়ারী) নিখোঁজ হাবিবুল্লাহ’র মা হালিমা বেগম ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি-৭৭০) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে যে, গত মঙ্গলবার (গত ০৮ জানুয়ারী) দুপুর ১২টার সময় সে তার বাড়ি থেকে বের হয়ে পশ্চিম দিকে চলে যায়। এর পর আর বাড়ি ফিরেনি। তার পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এর আগে ১২ বছর আগেও নিখোঁজ হয়েছিল এবং পরবর্তীতে খোঁজাখুঁজি করে পাওয়া গিয়েছিল।
মানসিক ভারসাম্যহীন যুবক হাবিবুল্লাহ নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গ্রামীন চেক লুঙ্গি ও হলুদ রংয়ের সুয়েটার। গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট।
নিখোঁজের কোনো সন্ধান পেলে ঝিনাইগাতী থানায় জানাতে অনুরোধ করেছেন নিখোঁজের মা হালিমা।
এ বিষয়ে জানতে চাইলে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম বলেন, নিখোঁজ হাবিবুল্লাহর বিষয়টি থানায় থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।