শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক মোহাম্মদ রোস্তম আলী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ উপজেলা পর্যায়ে মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে তার হাতে ক্রেস্ট তুলে দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল। তিনি উপজেলার ডেফলাই গ্রামের মো. হানিফ উদ্দিন মাষ্টারের আলীর ছেলে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোস্তম তার কাজের মাধ্যমেই শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।