শেরপুরের ঝিনাইগাতীতে গত ২৭ আগস্ট মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মিনহাজ (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ নিয়ে মিনহাজের বাবা এরশাদ আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মিনহাজ উপজেলার ধানশাইল চকপাড়া ও বাকাকুড়া বাইতুস সালাম কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
জিডি সুত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে প্রতিদিনের ন্যায় মিনহাজ ধানশাইল চকপাড়া ও বাকাকুড়া বাইতুস সালাম কওমি মাদ্রাসা যাওয়ার উদ্দেশে বের হয়। পরে সারাদিন মিনহাজ বাড়িতে একবারও না যাওয়ায় তার বাবা মাদ্রাসায় খোঁজ নিতে গিয়ে জানতে পারেন তার ছেলে ওই দিন মাদ্রাসায় যায়নি। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এরপর গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) থানায় সাধারণ ডায়েরী (জিডি নম্বর-৭২৩) করা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজের ঘটনাটি বিভিন্ন থানায় বার্তা (বেতার বার্তা নম্বর-২১২ তারিখ-১১.০৯.২১ইং) পাঠানোসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।