শেরপুরের ঝিনাইগাতী থেকে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী জাহিদ ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আঃ রহিমের ছেলে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ডিবিরউপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম, এএসআই মোঃ হাবিবুর রহমান চকদার ও মনোয়ার হোসেন
সঙ্গীয় ফোর্সসহ বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঝিনাইগাতী উপজেলারকোয়ারী রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবির ওসি মো. মোখলেছুর রহমান বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঝিনাইগাতী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।