শেরপুরের ঝিনাইগাতীতে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম. শরীফ হোসেনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সামছুল আলম, জেলা পরিষদ সদস্য আবু তাহের, জাসদ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, আ’লীগ নেতা বিশ্বজিৎ রায় প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সমূহের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।