শেরপুরের ঝিনাইগাতীতে মাটির ঘরের দেয়াল চাপায় মমেতা বেগম (৫০) নামে এক গৃহবধূ মারা গেছেন। ১১ এপ্রিল বুধবার ভোরে উপজেলার পূর্বধানশাইল গ্রামে এ ঘটনা ঘটে। মমতা উপজেলার চাপাঝোড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী ও পূর্বধানশাইল গ্রামের মৃত মমিজল হকের মেয়ে ছিলেন।
পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মমেতা গত মঙ্গলবার বিকেলে পূর্বধানশাইল গ্রামের বাবার বাড়িতে বেড়াতে আসেন।
বুধবার ভোরে তিনি নামাজের জন্য অজু করতে ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় তার বাবার বাড়ির একটি পরিত্যক্ত মাটির ঘরের জরাজীর্ণ দেয়ালের সঙ্গে ঠিকে দেওয়া বাঁশের সঙ্গে তিনি ধাক্কা খান। এতে দেয়ালটি তার ওপর গেলে তিনি দেয়ালের নিচে চাপা পড়েন। এ সময় তার ডাক-চিৎকারে আত্মীয়-স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু তিনি সেখানেই মারা যান।
ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামালউদ্দিন বলেন, এ ঘটনায় মৃত মমেতার ছেলে হাফেজ মুসলিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। মৃতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।