শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় সজল হাজং (২৭ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সজল জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের সন্তোষ হাজং এর ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গজনী অবকাশ থেকে পিকনিক শেষে ফেরার পথে ঢাকা মেট্রো চ-১৫৫১৮৩ নম্বরের গাড়ীটি বিকাল সাড়ে তিনটার দিকে ঝিনাইগাতী-গজনী রোড়ের জামতলী নওকুচি নামক স্থানে ওই যুবককে নিয়ন্ত্রন হারিয়ে চাপা দেয়। এতে সজল গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে তার তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
পরে জেলা সদর হাসপাতালে আসার পথে সজল মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।