শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ী, পথচারীসহ ৭ জন ব্যক্তিকে ৮ হাজার ৯০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। করোনার ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।