শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক বেকারীর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম এ জরিমানা করেন। অর্থদন্ড প্রাপ্ত প্রতিষ্ঠানটির মালিকের নাম মো. নুরুজ্জামান। তিনি উপজেলার ভালুকা গ্রামের মো. হাতেম আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম উপজেলার থানা রোড এলাকার অন্তর বেকারী নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালান।
সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটির মালিককে ৩ হাজার জরিমানা করেন তিনি। এ ব্যাপারে ইউএনও ফারহানা করিম ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।