শেরপুরের ঝিনাইগাতীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হবে আগামী ১ জুন। এ উপলক্ষে আজ সোমববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯’ সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সুচারুরূপে সম্পাদনের লক্ষে উপজেলা সমন্বয় সভা হয়েছ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, নুরুল ইসলাম তোতা, শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, থানার উপ-পরিদর্শক (এসআই)ওয়াহিদুজ্জামান প্রমুখ।
সভায় জানানো হয়, দেশব্যাপী চলমান ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে আগামী ১ জুন হতে ২১ জুন পর্যন্ত এ উপজেলায় প্রাথমিকভাবে ভোটারদের তথ্য হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ চলবে। রেজিষ্ট্রেশন চলবে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। চলমান এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নির্বাচন কর্মকর্তার কার্যালয়কে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।