ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে শহরে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও এ.জেড.এম শরীফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম বাদশা।
ওই সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো.কোরবান আলী, ওসি(তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা জাসদ(ইনু) সভাপতি মো.মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, নলকুড়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. আয়ুব আলী ফর্সা প্রমুখ।