ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ভূমি অফিসের মৃত্তিকালয়ে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মৃণাল কান্তি সরকার প্রমুখ।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের প্রবেশমুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন করার ব্যবস্থা গ্রহণ, নামজারি/জমাভাগ/খারিজ করতে মোট খরচ ১ হাজার ১৭০ টাকা লিখিত সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা গ্রহণ, প্রদত্ত সেবাসমূহের ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার উদ্যোগ গ্রহণ এবং ডিসিআর ও খতিয়ান প্রদান বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সম্পর্কে ব্যাপক প্রচার এবং ভূমি সেবা সংক্রান্ত বুকলেট ও লিফলেট বিতরণ পরিচালনা করা হচ্ছে।