
ঝিনাইগাতী প্রতিনিধি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে দুস্থদের জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শাহনাজ পারভীন, ট্যাগ অফিসারের প্রতিনিধি মো. রমজান আলী, ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, মো. ফকরুজ্জামান প্রমুখ।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন বলেন, এবার ঈদে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার এ ইউনিয়নের ২ হাজার ১৭৫ জন দুস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ঈদের আগে এসব চাল পেয়ে অনেকটা উপকৃত হবে পরিবার গুলো।