শেরপুরের ঝিনাইগাতীতে ২১ দিন ব্যাপী ভলিবল প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষার্থীদের সনদবিতরণ করা হয়েছে । এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় প্রধান অতিথি হিসেবে ৩৫জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান ও বক্তব্য রাখেন ইউএনও এ.জেড.এম শরীফ হোসেন।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র নাথ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মোস্তফা কামাল, প্রধান শিক্ষক মো. আনারুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল হামিদ, প্রশিক্ষক মো.আব্দুল মান্নান প্রমুখ।