শেরপুরের ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সাথে মধ্যবাজারের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে বাজারের চাল হাটিতে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড এ সভার আয়োজন করে।
সভায় আয়োজক সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফারুক, যুগ্নসাধারণ সম্পাদক মাসুদ মিয়া, কোষাধ্যক্ষ জামাল শেখ, বস্ত্র সমিতির সভাপতি জহুরুল ইসলাম, ব্যবসায়ী বাদশা, মিন্টু প্রমুখ।