সরকারীভাবে শেরপুরের ঝিনাইগাতীতে বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র দেবনাথ, কারিগরী খাদ্য পরিদর্শক মো. আঃ রশিদ, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ছমির আলী মল্লিক, সাধারণ সম্পাদক মো. আসলাম মিয়া প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খলিলুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে উপজেলার খাদ্য গুদামে মোট ২ হাজার ৪৯১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। উপজেলা খাদ্য কার্যালয় ৫৬ চালকল মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী দিনে ৩৫ মেট্রিক টন চাল ক্রয় করা হয়েছে। এ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।