শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এসব অনুষ্ঠান হয়।
উপজেলায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য উম্মে কুলসুম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য মহিমা আরেং, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় শাহানাজ পারভীন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য রহিমা খাতুন, ও সফল জননী লবদিনী চিসিম সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে এসব নারীর জীবন ও সংগ্রামের গৌরবগাথা তুলে ধরা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীন, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।