শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের প্রস্তাবনায় ও সকল শ্রেণী পেশা মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম।
শিক্ষার্থী মো. কাজল মিয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, শিক্ষার্থী মো. ইসমাইল, মো. সোহেল পাঠান প্রমুখ।
এ বৃক্ষরোপন কর্মসূচির প্রস্তাবক মো. জাহিদুল হক মনির বলেন, প্রথম ধাপে ঝিনাইগাতী-রাংটিয়া প্রায় ৪ কি.মি. সড়কের দুই পাশে ৫ শতাধিক কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করা হবে।