শেরপুরের ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের (৮৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা নামায শেষে ব্রীজপাড় কবর স্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন রবিবার সন্ধ্যা সাতটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে আক্রান্ত করেন। (ইন্না………….রাজিউন)।