শেরপুরের ঝিনাইগাতীতে বিষপানে জোনাকি (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার সারিকালি নগর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে স্থানীয় হাজী অছি আমরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৮ শিক্ষাবর্ষের জেএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোনাকির বাবা-মা গাজীপুরের গার্মেন্টস শ্রমিক। তাই নানার বাড়িতে থেকে পড়ালেখা করাতো জোনাকী। সম্প্রতি জোনাকির বাবা মা ছুটিতে বাড়িতে এসে জানতে পারেন, জোনাকী এবারের জেএসসি পরীক্ষার্থী। পড়ালেখায় অমনোযোগী থাকায় ভালোভাবে প্রস্তুতি নিতে জোনাকীকে চাপ প্রয়োগ করেন তারা।
পরে সে ক্ষোভে ধানের জমিতে ব্যবহৃত কীটনাশক পান করে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। পরে শনিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জোনাকি মারা যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস শেরপুর টাইমসকে বলেন, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।