শেরপুরের ঝিনাইগাতীতে ৭ এপ্রিল শুক্রবার সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ঝিনাইগাতী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় “আসুন বিষন্নতা নিয়ে কথা বলি” প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে এডিপি’র স্বাস্থ্য প্রকল্পের প্রজেক্ট অফিসার লিপস মৃ’র সভাপতিত্বে বিশ্ব স্বাস্থ্য দিবসের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এ.এস.এম. মফিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, জেএইচসিপি’র জুলেখা খাতুন ও চাইল্ড প্রজেক্ট অফিসার সুরঞ্জন হাজং প্রমূখ। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও এডিপি’র কর্মীগণ উপস্থিত ছিলেন।