
শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে
শুক্রবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সুধীজন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব শাহার সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো.সুরুজ্জামান আকন্দ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. দিলরুবা আক্তার, থানার ওসি মো. বছির আহমেদ বাদল, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. আব্দুল মুন্নাফ, ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামান, শিক্ষক মো. রুস্তম আলী, সাংবাদিক মো. গোলাম রাব্বানী টিটু প্রমুখ।