‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই (শনিবার) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ওই সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুস্মিতা দত্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।
এ সময় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মনিরুজ্জামান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সুলতানা রাজিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সেলিম রেজা, পরিবার কল্যাণ পরিদর্শিকা শিরিনা আক্তার, নলকুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ঝিনাইগাতী সদর ইউনিয়নকে সনদ পত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।