শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে রবিশস্যের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ (৫ নভেম্বর) সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। দেশের এই সমৃদ্ধি ও উন্নয়েন ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। এ সরকারের আমলেই শ্রীরবদী ও ঝিনাইগাতী উপজেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ। এতে উপস্থেত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক মো. শাহ আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা প্রকল্পের আওতায় উপজেলার ১হাজার ১৬০ জন কৃষকের মাঝে ভুট্রা, সরিষা, বিটি বেগুনের বীজ ও ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার বিনামূল্যে বিতরণ করেন।